Text size A A A
Color C C C C
পাতা

এক নজরে ভোলা পল্লী বিদ্যুৎ সমিতি

ভোলা পল্লী বিদ্যুৎ সমিতি ১৯৯৯ ইং সালে কার্যক্রম শুরুর  সময় হতে ভোলা জেলার কৃষি, শিল্প ও আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখে চলেছে। আধুনিক সেচ ব্যবস্থার মাধ্যমে খাদ্যে সয়ংসম্পূর্নতা অর্জন, বৃহৎ-সহ মাঝারি ও ক্ষুদ্র শিল্পের ব্যাপক প্রসার এবং শিক্ষা-স্বাস্থ ও তথ্য প্রযুক্তি বিকাশের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে ভোলা জেলা তথা সারা বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে দেশব্যাপী পরিচালিত পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমের একটি অংশরুপে কার্যকর ভূমিকা পালন করে চলেছে।  লাভ নয়, লোকশান নয়- গ্রাহকগনই প্রকৃত মালিক ও সেবক মূলনীতিতে এবং সমবায় ভিত্তিতে ভোলা পল্লী বিদ্যুৎ সমিতি-এর কার্যক্রম পরিচালিত হয়।

এক নজরে পবিস

রেজিষ্ট্রেশন এর তারিখ ১৯/০৩/১৯৯৮ ইং
বিদ্যুতায়নের তারিখ ০৫/০৩/১৯৯৯ ইং।
ভৌগোলিক এরিয়া ৩৪০৪ বর্গ কিলোমিটার
উপজেলার সংখ্যা ০৮
ইউনিয়নের সংখ্যা ৭২ টি
জোনাল অফিসের সংখ্যা ০১
সাব-জোনাল অফিসের সংখ্যা ০১
এরিয়া অফিসের সংখ্যা ০২
অভিযোগ কেন্দ্রের সংখ্যা ০৫ টি
১০ মোট গ্রামের সংখ্যা ৪৬৬ টি
১১ বিদ্যুতায়িত গ্রামের সংখ্যা ২৮২ টি
১২ মোট প্রয়োজনীয় বিদ্যুৎলাইনের পরিমাণ ৪২৪০.৩০ কিঃমিঃ
১৩ মোট বিদ্যুতায়িত লাইনের পরিমাণ ৪২১৪.১৫ কিঃমিঃ
১৪ মোট সংযোগ প্রদান ১৭০৯৯৮
১৫ উপকেন্দ্র সংখ্যা ০৬
১৬ সর্বোচ্চ চাহিদা ৩৬ মেঃওঃ
১৭ সিস্টেম লস ১৫.৪৯ %
১৮ বকেয়ার মাস ২.১১ মাস
১৯ বিল আদায়ের হার ৮৮.৭৭ %
২০ মোট কর্মকর্তা/কর্মচারীর সংখ্যা ০৯/২৪৫

 

 

 

 

ছবি

এক নজরে ভোলা পল্লী বিদ্যুৎ সমিতি (০৯/২০১৭) এক নজরে ভোলা পল্লী বিদ্যুৎ সমিতি (০৯/২০১৭)


সংযুক্তি


সংযুক্তি (একাধিক)