আসসালামু আলাইকুম, এতদ্বারা ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির সম্মানিত গ্রাহকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আসন্ন ঘূর্ণিঝড় *সিত্রাং* এর আঘাতে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। তারছেড়া,পোল ভাঙ্গা, লাইনের উপর গাছপালা পড়ে থাকলে অফিসের কর্মী ব্যতীত ক্ষতিগ্রস্ত লাইন স্পর্শ করবেন না। দুর্যোগ মোকাবেলায় ভোলা পল্লী বিদ্যুৎ সমিতি একটি স্পেশাল কন্ট্রোল রুম খুলেছে। অভিযোগ কেন্দ্রের নাম্বারের পাশাপাশি একটি হট লাইন নাম্বার সার্বক্ষণিক চালু থাকবে। ধৈর্য সহকারে
দুর্যোগ মোকাবেলা করুন এবং ক্ষতিগ্রস্ত লাইনের তথ্য দিয়ে সার্বিক সহযোগিতা করুন।