Wellcome to National Portal

পল্লী বিদ্যুৎ সংক্রান্ত অভিযোগের জন্য কল করুন ১৬৮৯৯ নম্বরে।

নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করুন। রকেট, বিকাশ, উপায়, শিওর-ক্যাশ, মাই-ক্যাশ, ইউ-ক্যাশ, রবি-ক্যাশ, জি-পে (গ্রামীণফোন) এর মাধ্যমে ঘরে বসে বাড়তি খরচ ছাড়া আপনার বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। সম্ভাব্য লোডশেডিং এর সিডিউল প্রকাশ করা হয়েছে। জ্বালানি সংকট মোকাবেলায়, সরকারি নির্দেশনা মেনে চলুন। রাত আটটার পর দোকান, শপিং মল, মার্কেট, বিপণিবিতান, কাঁচাবাজার ইত্যাদি বন্ধ রাখুন। এসি ব্যবহার পরিহার করুন। একান্তই এসি ব্যবহার করতে হলে তাপমাত্রা নূন্যতম ২৫ ডিগ্রি সে: রাখুন। সন্ধার সময় হতে রাত ১২টা পর্যন্ত মটর, ইস্ত্রি, ওভেন, সেচ পাম্প, লন্ডী, ওয়েল্ডিং মেশিন/ মেকানিক্যাল ওয়ার্কশপ, ইজি বাইক চার্জিং বন্ধ রাখুন। জরুরি প্রয়োজনে পল্লী বিদ্যুৎ সমিতির অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বরে যোগাযোগ করুন। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হোন।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
সতর্কতা মূলক জরুরী বিজ্ঞপ্তি।
বিস্তারিত
জ্ঞাতব্য বিজ্ঞপ্তিঃ
এতদ্বারা ভোলা পল্লী বিদ্যুৎ সমিতি এর সম্মানিত সকল গ্রাহক সদস্যদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্তমানে বজ্রপাত ও ভারী বর্ষনের কারনে কোথাও কোথাও জলাবদ্ধতার সৃষ্টি সহ নিচু আবাসিক এলাকা প্লাবিত হয়েছে। এমতাবস্থায়  বৈদ্যুতিক পোল হেলে গেলে, পোল টু পোল তারের গ্রাউন্ড ক্লিয়ারেন্স কমে গেলে, তারের ওপর গাছ ভেঙ্গে পড়লে, বৈদ্যুতিক তার ছিড়ে গেলে নিজেরা হাত না দিয়ে নিরাপদ দূরত্ব বজায় রাখুন এবং নিকটস্থ পল্লী বিদ্যুৎ অফিসকে অবহিত করার জন্য বিনীত অনুরোধ করছিা। জরুরী প্রয়োজনে নিন্ম বর্নিত বিদ্যুৎ বিভ্রাট পর্যবেক্ষণ কমিটির সদস্যদের নম্বরে যোগাযোগ করুনঃ
 -----------------------------------------------------
01769-404062
01769-400892
01704-106269
01704-106270
01704-106271
-------------------------------------------------------
শ্রদ্ধান্তে,
জিএম,
ভোলা পবিস।
ডাউনলোড
প্রকাশের তারিখ
14/09/2022
আর্কাইভ তারিখ
31/12/2022