এতদ্বারা ভোলা পল্লী বিদ্যুৎ সমিতি এর সম্মানিত সকল গ্রাহক সদস্যদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্তমানে বজ্রপাত ও ভারী বর্ষনের কারনে কোথাও কোথাও জলাবদ্ধতার সৃষ্টি সহ নিচু আবাসিক এলাকা প্লাবিত হয়েছে। এমতাবস্থায় বৈদ্যুতিক পোল হেলে গেলে, পোল টু পোল তারের গ্রাউন্ড ক্লিয়ারেন্স কমে গেলে, তারের ওপর গাছ ভেঙ্গে পড়লে, বৈদ্যুতিক তার ছিড়ে গেলে নিজেরা হাত না দিয়ে নিরাপদ দূরত্ব বজায় রাখুন এবং নিকটস্থ পল্লী বিদ্যুৎ অফিসকে অবহিত করার জন্য বিনীত অনুরোধ করছিা। জরুরী প্রয়োজনে নিন্ম বর্নিত বিদ্যুৎ বিভ্রাট পর্যবেক্ষণ কমিটির সদস্যদের নম্বরে যোগাযোগ করুনঃ