Wellcome to National Portal

পল্লী বিদ্যুৎ সংক্রান্ত অভিযোগের জন্য কল করুন ১৬৮৯৯ নম্বরে।

নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করুন। রকেট, বিকাশ, উপায়, শিওর-ক্যাশ, মাই-ক্যাশ, ইউ-ক্যাশ, রবি-ক্যাশ, জি-পে (গ্রামীণফোন) এর মাধ্যমে ঘরে বসে বাড়তি খরচ ছাড়া আপনার বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। সম্ভাব্য লোডশেডিং এর সিডিউল প্রকাশ করা হয়েছে। জ্বালানি সংকট মোকাবেলায়, সরকারি নির্দেশনা মেনে চলুন। রাত আটটার পর দোকান, শপিং মল, মার্কেট, বিপণিবিতান, কাঁচাবাজার ইত্যাদি বন্ধ রাখুন। এসি ব্যবহার পরিহার করুন। একান্তই এসি ব্যবহার করতে হলে তাপমাত্রা নূন্যতম ২৫ ডিগ্রি সে: রাখুন। সন্ধার সময় হতে রাত ১২টা পর্যন্ত মটর, ইস্ত্রি, ওভেন, সেচ পাম্প, লন্ডী, ওয়েল্ডিং মেশিন/ মেকানিক্যাল ওয়ার্কশপ, ইজি বাইক চার্জিং বন্ধ রাখুন। জরুরি প্রয়োজনে পল্লী বিদ্যুৎ সমিতির অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বরে যোগাযোগ করুন। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হোন।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
অনলাইন গণশুনানী
বিস্তারিত
গনশুনানী আয়োজন
—————————
আগামী ১৪/২/২০২১ ইং রোজ রবিবার বিকাল ৩.০০ ঘটিকায় ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির সম্মানিত গ্রাহকসদস্যগনের সমন্বয়ে একটি অনলাইন গনশুনানীর আয়োজন করা হবে। এতে গ্রাহক সদস্য গনের বিভিন্ন সমস্যা সমাধান ও প্রশ্নের উত্তর দিবেন মো: আবুল বাশার আজাদ, জেনারেল ম্যানেজার, ভোলা পল্লী বিদ্যুৎ সমিতি।
উক্ত অনলাইন সভায় সকলের অংশগ্রহন কামনা করা হল। অনলাইনে অংশগ্রহনের জন্য নিম্নের ZOOM link এ ক্লিক করে আইডি ও পাশওয়ার্ড দিয়ে যোগদান করার অনুরোধ করা হলো। যারা ZOOM link এ যোগদান করতে পারবেন না তারা Facebook live এ কমেন্ট করতে পারবেন।
Meeting ID: 810 2642 2335
Passcode: 130221
ডাউনলোড
প্রকাশের তারিখ
11/02/2021
আর্কাইভ তারিখ
14/02/2021