Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সেবার তালিকা ও আইসিটি বিষয়ক কার্যক্রম :

এক অবস্থানে সেবা

ভোলা পল্লী বিদ্যুৎ এর সদর দপ্তর/জোনাল অফিস/সাব-জোনাল অফিসের “এক অবস্থানে সেবা” কেন্দ্রে যে কোন অভিযোগ যেমনঃ নতুন সংযোগ, বিদ্যুৎ বিভ্রাট, বিল সংক্রান্ত, মিটার সংক্রান্ত, পুনঃসংযোগ সংক্রান্ত, বিল পরিশোধের ব্যবস্থা ইত্যাদি জানা যাবে।

 

নতুন সংযোগ প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্রাদি

 

১.১। আবাসিক/বাণিজ্যিক (এল.টি) অফলাইন সংযাগের ক্ষেত্রে :

ক) আবেদনকারী স্বাক্ষর সম্বলিত যথাযথভাবে পূরণকৃত ১ (এক) কপি ছবিসহ আবেদনপত্র  (মোবাইল নম্বরসহ)। 
খ) জমির দলিল/পর্চা/নামজারীর কাগজ/ভাড়ার চুক্তিপত্র/পাওয়ার অফ এ্যাটর্নি এর সত্যায়িত কপি।
গ) পূর্বে কোন স্থায়ী/অস্থায়ী সংেেযাগ থাকলে সর্বশেষ পরিশোধিত বিলের ফটোকপি।

 

১.২। আবাসিক/বাণিজ্যিক (এলটি) অফলাইন সংযাগের ক্ষেত্রে :

ক) আবেদনকারীর ১ (এক) কপি ছবি  (মোবাইল নম্বরসহ)।
খ) জমির দলিল/পর্চা/নামজারীর কাগজ এর সত্যায়িত কপি।
গ) জাতীয় পরিচয়পত্রের নম্বর এন্ট্রি দিতে হবে।

২। আবাসিক/বাণিজ্রিক (এইচটি) অফলাইন সংযোগের ক্ষেত্রে :


ক) আবেদনকারী স্বাক্ষর সম্বলিত যথাযথভাবে পূরণকৃত ১ (এক) কপি ছবিসহ আবেদনপত্র  (মোবাইল নম্বরসহ)।
খ) জমির দলিল/পর্চা/নামজারীর কাগজ/ভাড়ার চুক্তিপত্র/পাওয়ার অফ এ্যাটর্নি এর সত্যায়িত কপি।
গ) পূর্বে কোন স্থায়ী/অস্থায়ী সংেেযাগ থাকলে সর্বশেষ পরিশোধিত বিলের ফটোকপি।

 

৩। সকল প্রকার শিল্প (এলটি) অফলাইন সংযোগের ক্ষেত্রে :


ক) আবেদনকারী স্বাক্ষর সম্বলিত যথাযথভাবে পূরণকৃত ১ (এক) কপি ছবিসহ আবেদনপত্র  (মোবাইল নম্বরসহ)।
খ) জমির দলিল/পর্চা/নামজারীর কাগজ/ভাড়ার চুক্তিপত্র/পাওয়ার অফ এ্যাটর্নি এর সত্যায়িত কপি।
গ) পূর্বে কোন স্থায়ী/অস্থায়ী সংেেযাগ থাকলে সর্বশেষ পরিশোধিত বিলের ফটোকপি।
ঘ) ট্রেড লাইসেন্স/শিল্পনিবন্ধন সার্টিফিকেট এর সত্যায়িত কপি। 
ঙ) লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সার্টিফিকেট অব ইনকর্পোরেশন ও মেমোরেন্ডাম অব আর্টিক্যালস এর কপি।
চ) অনুমোদিত লে-আউট প্ল্যানের কপি।

 

৪। সকল প্রকার শিল্প (এইচটি) অফলাইন সংযোগের ক্ষেত্রে :

ক) আবেদনকারী স্বাক্ষর সম্বলিত যথাযথভাবে পূরণকৃত ১ (এক) কপি ছবিসহ আবেদনপত্র  (মোবাইল নম্বরসহ)। 
খ) জমির দলিল/পর্চা/নামজারীর কাগজ/ভাড়ার চুক্তিপত্র/পাওয়ার অফ এ্যাটর্নি এর সত্যায়িত কপি।
গ) পূর্বে কোন স্থায়ী/অস্থায়ী সংেেযাগ থাকলে সর্বশেষ পরিশোধিত বিলের ফটোকপি।
ঘ) ট্রেড লাইসেন্স/শিল্পনিবন্ধন সার্টিফিকেট এর সত্যায়িত কপি। 
ঙ) লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সার্টিফিকেট অব ইনকর্পোরেশন ও মেমোরেন্ডাম অব আর্টিক্যালস এর কপি।
চ) প্রস্তাবিত উপকেন্দ্রের লে-আউট ও সিঙ্গেল লাইন ডায়াগ্রাম।
ছ) পরিবেশ অধিদপ্তর/ফায়ার সার্ভিস/সিভিল ডিফেন্স/বনবিভাগের ছাড়পত্র (প্রযোজ্য ক্ষেত্রে)।     

 

 

আইসিটি বিষয়ক কার্যক্রম (চলমান )

 • গ্রাহকের বিদ্যুৎ বিল সফটওয়ারের মাধ্যমে প্রস্তুত
 • ইউনিয়ন ডিজিটাল সেন্টার এবং এস এম এস এর মাধ্যমে বিদ্যুৎ বিল আদায়
 • অনলাইন পদ্ধতিতে বিদ্যুৎ সংযোগের আবেদন গ্রহন
 • এমআইএস সফটওয়ারের মাধ্যমে প্রতিবেদন প্রণয়ন ও ওয়েব সাইটে প্রকাশ
 • পে-রোল এবং হার্ডওয়্যার (কম্পিউটার) ম্যানেজমেন্ট সিস্টেম বাস্তবায়ন
 • স্টোর ব্যবস্থাপনা সফটওয়ারের মাধ্যমে পরিচালনা
 • অনলাইনে লোড শেডিং তথ্য ব্যবস্থাপনা

       

  আইসিটি বিষয়ক কার্যক্রম ( ভবিষ্যৎ পরিকল্পনা)

 

 • পবিসের ওয়ান-পয়েন্ট সার্ভিস অটোমেশন
 • প্রি-পেইড মিটার চালু করণ
 • সমিতিতে জিআইএস বাস্তবায়ন
 • পার্সোনেল ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বাস্তবায়ন
 • কম্পিউটারাইজড একাউন্টিং সিস্টেম বাস্তবায়ন
 • অনলাইন ব্যাংকের মাধ্যমে বিল আদায়
 • ফিক্সড এসেট ম্যানেজমেন্ট সিস্টেম বাস্তবায়ন
 • কাস্টমার কমপ্লেন ম্যানেজমেন্ট সিস্টেম বাস্তবায়ন
 • ই-ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম বাস্তবায়ন
 • কেপিআই/ পিটিএ সফটওয়ার বাস্তবায়ন
 • অন-লাইন ইকুপমেন্ট রেকর্ড ম্যানেজমেন্ট সিস্টেম বাস্তবায়ন